মুনাফা কমেছে আর এ কে সিরামিকসের গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে
প্রকাশকালঃ
২০ জুলাই ২০২৩ ১২:২৯ অপরাহ্ণ ১৯৬ বার পঠিত
বছরের প্রথম ছয় মাসে আর এ কে সিরামিকসের মুনাফা কমেছে। জানুয়ারি-জুন সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ৬৭ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ০১ পয়সা।
নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া আর্থিক বিবরণীতে কোম্পানিটি বলেছে, মূলত পর্যাপ্ত গ্যাস না থাকা, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, মুদ্রার বিনিময় হার ওঠানামা ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে কোম্পানির শেয়ার প্রতি আয় বা মুনাফা কমেছে।
প্রতিবেদনের তথ্যানুসারে, বছরের দ্বিতীয় প্রান্তিকের অনরিক্ষীত হিসাব অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে আর এ কে সিরামিকসের শেয়ারপ্রতি ছিল ৩০ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ৪৪ পয়সা।
এ ছাড়া বছরের প্রথম ছয় মাসে আর এ কে সিরামিকসের শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৮ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল তিন পয়সা। ৩০ জুন ২০২৩ তারিখে আর এ কে সিরামিকসের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৫১ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ২৮ পয়সা।