বিশ্বরেকর্ড গড়ে কলকাতাকে হারাল পাঞ্জাব

প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ণ ১৯৫ বার পঠিত
বিশ্বরেকর্ড গড়ে কলকাতাকে হারাল পাঞ্জাব

কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে গতকালের ম্যাচটি ছিল রান ও ছক্কার উৎসব। টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ ৪২টি ছক্কা হয়েছে এই ম্যাচে, ‍যা ছাড়িয়ে গেছে আগের সর্বোচ্চ ৩৮টি ছক্কা (এই আইপিএলেরই সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচে)।

দুই দল মিলে করেছে ৫২৩ রান, যা আইপিএল ইতিহাসে দুই দলের সর্বোচ্চ রান। ‍উল্লেখযোগ্যভাবে, এই ম্যাচে চার ওপেনারই পঞ্চাশোর্ধ্ব রান করেছেন, যা আইপিএলেও এবারই প্রথম।

কলকাতার হয়ে সুনীল নারাইন ও ফিল সল্ট ঝড় তুলেছেন। ৬৩ বলে ১৩৮ রানের জুটি গড়ে তারা দলকে দারুন ভিত্তি তৈরি করে দেন।

পাঞ্জাবের পক্ষেও ওপেনাররা কম যায়নি। প্রবসিমরান ও জনি বেয়ারস্টো ৩৬ বলে ৯৩ রানের জুটি গড়ে দলকে দ্রুত রান তোলার পথে এগিয়ে নিয়ে যান।

বেয়ারস্টো ৪৮ বলে ১০৮ রান করেন, শতক করেছেন মাত্র ৪৫ বলে। এটি তার আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি।

শশাঙ্ক সিং অপরাজিত ২৮ বলে ৬৮ রান করে পাঞ্জাবকে ২৬২ রানের টার্গেট চেজ করে জয় এনে দেন।