এ বছর শেষ চন্দ্রগ্রহণটি আজ রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত চলবে। এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও দেখা যাবে।
আইএসপিআর জানিয়েছে, চন্দ্রগ্রহণটি মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে। বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।
রোববার থেকে সোমবার পর্যন্ত হতে যাওয়া এই চন্দ্রগ্রহণকে ‘সুপার ব্লাড মুন’ বলা হচ্ছে। আকারে এটি সাধারণ চাঁদের থেকে প্রায় ৭% বড় এবং উজ্জ্বলতায় ১৫% বেশি হতে পারে।
ঢাকায় চন্দ্রগ্রহণের সময়সূচি:
পেনুম্ব্রাল গ্রহণ শুরু: রাত ৯:২৮:২৫
আংশিক গ্রহণ শুরু: রাত ১০:২৭:০৯
পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু: রাত ১১:৩০:৪৮
সর্বোচ্চ গ্রহণ: রাত ১২:১১:৪৭
পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ: রাত ১২:৫২:৫১
আংশিক গ্রহণ শেষ: রাত ১:৫৬:৩১
পেনুম্ব্রাল গ্রহণ শেষ: রাত ২:৫৫:০৮
চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে হিলা দ্বীপ (ইন্দোনেশিয়া) থেকে শুরু করে মোম্বাসা বন্দর (কেনিয়া) পর্যন্ত। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকার বৃহৎ অংশ থেকে দেখা যাবে না।
চন্দ্রগ্রহণ কিভাবে হয়:
যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী চাঁদের দিকে তার ছায়া ফেলে, তখন চন্দ্রগ্রহণ ঘটে। এই সরলরেখায় অবস্থানের ওপর নির্ভর করে গ্রহণ পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস হয়।