ময়মনসিংহে র‌্যাব-১৪-এর পৃথক দুই অভিযানে গণধর্ষণ ও অপহরণ মামলার দুই আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০২:৪৫ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
ময়মনসিংহে র‌্যাব-১৪-এর পৃথক দুই অভিযানে গণধর্ষণ ও অপহরণ মামলার দুই আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

মকবুল হোসেন | ময়মনসিংহ জেলা প্রতিনিধি


 

ময়মনসিংহে র‌্যাব-১৪ (সিপিএসসি) কর্তৃক পরিচালিত পৃথক দুইটি অভিযানে গণধর্ষণ ও অপহরণ করে ধর্ষণের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে এক অপহরণ মামলার ভিকটিমকেও উদ্ধার করা হয়।

 


 

র‌্যাব সূত্র জানায়, ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. এনামুল হক (৪০) এবং বগুড়ার ধুনট থানার অপহরণ করে ধর্ষণ মামলার প্রধান অপহরণকারী মো. সিয়াম (১৮)–কে গ্রেপ্তার করা হয়েছে।
 

গণধর্ষণ মামলা

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম (৩৭) এর স্বামী এক বছর আগে অসুস্থতাজনিত কারণে মারা যান। তার একটি ১০ বছর বয়সী সন্তান রয়েছে। জীবিকা নির্বাহের জন্য তিনি গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেই সূত্রে তার সঙ্গে পরিচয় হয় মো. এনামুল হক (৪০)-এর। একপর্যায়ে এনামুল হক ভিকটিমের কাছ থেকে ১১ হাজার টাকা ধার নেন এবং টাকা ফেরত দেওয়ার কথা বলে তাকে বাড়িতে আসতে বলেন।
 

গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ভিকটিম নান্দাইল এলাকায় অভিযুক্তের বাড়ির কাছে পৌঁছালে অটোরিকশাযোগে তাকে অন্যত্র নেওয়া হয়। পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা অভিযুক্ত ও তার সহযোগীরা কৌশলে ভিকটিমকে একটি কলাবাগানে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের কাছে থাকা নগদ ৩ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
 

পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-২০, তারিখ-২৬ নভেম্বর ২০২৫)। মামলার পর থেকেই র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে।
 

এর ধারাবাহিকতায় ২২ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. এনামুল হককে গ্রেপ্তার করে র‌্যাব।
 

অপহরণ করে ধর্ষণ মামলা

অন্য ঘটনায় এজাহার সূত্রে জানা যায়, বগুড়া জেলার ধুনট থানার একটি মামলায় নাবালিকা স্কুলছাত্রী (১৫)কে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল মো. সিয়াম (১৮)। বিষয়টি পরিবারকে জানালে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে অপহরণের হুমকি দেয়।
 

গত ৪ নভেম্বর ২০২৪ দুপুর আনুমানিক ১টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ও তার সহযোগীরা সিএনজিচালিত অটোরিকশায় করে ভিকটিমকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় বাদী আদালতে পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ধুনট থানায় অপহরণ করে ধর্ষণের মামলা রুজু হয় (মামলা নং-০৯, তারিখ-১১ মে ২০২৫)।
 

র‌্যাব-১৪-এর একটি দল ২১ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. সিয়ামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযানের সময় ভিকটিমকে উদ্ধার করা হয়।
 

আইনগত ব্যবস্থা

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।