আলীপুরে ১০২ মণ ইলিশের ধামাকা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:২৩ অপরাহ্ণ   |   ৪২০ বার পঠিত
আলীপুরে ১০২ মণ ইলিশের ধামাকা

ঢাকা প্রেস
কুয়াকাটা প্রতিনিধি:-

 

পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে একটি মাছ ধরা ট্রলারে ১০২ মণ ইলিশ নিয়ে আসা হয়েছে। শুক্রবার সকালে এসব মাছ নিলামে ১৯ লাখ টাকার বেশি দামে বিক্রি হয়েছে।
 

গত ১৬ সেপ্টেম্বর থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়া এফবি নাহিদা আক্তার নামের ট্রলারটি বৃহস্পতিবার এই বিপুল পরিমাণ ইলিশ ধরে। তবে মাছের আকার ছোট হওয়ায় প্রতি মণের দাম বেশি পাওয়া যায়নি।
 

ট্রলারের মাঝি আব্দুর রহিম জানান, প্রথম দিকে মাছ না পেলেও শেষ পর্যন্ত একটি বড় ঝাঁক ইলিশ ধরা পড়ে। ট্রলারের মালিক আব্দুল মান্নান বলেন, এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারবেন।
 

আলীপুরের মৎস্য ব্যবসায়ী কামাল বেপারী জানান, বৈরী আবহাওয়ার পর আবার মাছ ধরা শুরু হওয়ায় এই ভালো ফল পাওয়া গেছে।
 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আশা করেন, আগামী দিনগুলোতে আরও বেশি ইলিশ ধরা পড়বে।
 

আলীপুরে একটি ট্রলারে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়েছে, যা স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের জন্য আনন্দের।