আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে জেলা পর্যায়ের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
সভার পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত ই খুদা।
সভায় বক্তব্য দেন- কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের আমীর আব্দুল মতিন ফারুকী, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল আজিজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আশরাফুল হক রুবেল, এনসিপির সমন্বয়ক মুকুল মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, আব্দুল আজিজ নাহিদ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সমাধানমূলক পদক্ষেপ গ্রহণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।