বিশ্বসিনেমার মঞ্চে বাংলাদেশের অভিনেত্রী

প্রকাশকালঃ ১৯ মে ২০২৪ ০৪:৩৬ অপরাহ্ণ ৫২৭ বার পঠিত
বিশ্বসিনেমার মঞ্চে বাংলাদেশের অভিনেত্রী

ঢাকা প্রেসঃ
ফ্রান্সের কান শহরে চলছে বিশ্বসিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ আসর 'কান চলচ্চিত্র উৎসব'। এই আসরের ৭৭তম আসনে প্রথমবারের মতো বাংলাদেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা উপস্থিত হয়েছেন।

গত ১২ই মে ভাবনা কান চলচ্চিত্র উৎসবের আয়োজনে অংশগ্রহণের জন্য ফ্রান্স রওনা হন।

ভাবনা নিজস্ব উদ্যোগেই কান উৎসবে অংশ নিচ্ছেন। তার উদ্দেশ্য হলো নিজেকে একজন অভিনেত্রী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি করা।

 

এবারের উৎসবে ২২টি দেশের সিনেমা প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে। আঁ সার্তে রিগার্ডে বিভাগে লড়াই করবে ১৮টি সিনেমা। ২৫ মে পুরস্কার বিতরণীর মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।

ভাবনা কানে একেক দিন একেক রকমের আকর্ষণীয় পোশাক পরছেন। ইতিমধ্যেই তার পোশাক সবার নজর কেড়েছে
 

 

  • প্রথম দিনে তিনি কাকের ডিজাইন করা জামা পরেন।
  • পরের দিন তিনি বেনারসি কাতান কাপড়ের কাস্টমাইজড মিডি পোশাকে মুগ্ধতা ছড়িয়েছেন।

ভাবনা তার সোশ্যাল মিডিয়ায় এসব ছবি প্রকাশ করছেন। এতে ভীষণ আনন্দিত তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই তার ছবির প্রশংসা করছেন। দেশীয় শোবিজের অনেক তারকা তার ছবি শেয়ার করছেন।

ভাবনা বলেছেন, "আমার কাছে এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। অনেক দিনের ইচ্ছা ছিল কান উৎসবে আসার। নিজের চেষ্টায় আমি যে এখানে আসতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া। কোনো ছবি নিয়ে আসতে পারলে অনেক **ভালো লাগত।"

আশনা হাবিব ভাবনা কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জন্য গর্ব এনেছেন। তার এই উদ্যোগ বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক একটি পদক্ষেপ