মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-
সৌদি আরবে কর্মরত অবস্থায় নিহত ফটিকছড়ির রুবেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার ভাই ও মামাতো ভাই। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ জুলাই) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিশা এলাকায়।
জানা যায়, এক বছর আগে সৌদি আরবে কফিলের নির্যাতনে প্রাণ হারান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাসিন্দা রুবেল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সে করে পরিবারের সদস্যরা রুবেলের মরদেহ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন।
বাতিশা এলাকায় পৌঁছালে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে রুবেলের ভাই বাবুল (৩২) ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত মামাতো ভাই ওসমান মিয়া (৪০) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
এ দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা অপর প্রতিবেশী রশির মিয়া (৩০) গুরুতর আহত হন এবং বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।