ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-
রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনো সীমিত। সমাজে প্রচলিত ধারণা অনুযায়ী, নারীদের প্রধান দায়িত্ব ঘর সামলানো ও সংসারের কাজকর্মে সীমাবদ্ধ। তবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন কমিটি এই চিত্র বদলে দিয়েছে।
সম্প্রতি ঘোষিত ৯ সদস্যের কমিটিতে ৭ জন নারী শিক্ষার্থী স্থান পেয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্যসচিব সমীর চক্রবর্তীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কনিকা আক্তার এবং সাধারণ সম্পাদক দেওয়ান নুসরাত।
নারীদের প্রাধান্য রেখে গঠিত এই কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নারীরা আছেন। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন পুষ্পা আক্তার, সহ-সভাপতি পদে আছেন আয়েশা সিদ্দিক পান্না ও মুক্তা আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূসরাত জাহান তনু ও নাজনীন আক্তার।
কমিটিতে পুরুষ সদস্য রয়েছেন মাত্র দুজন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তানভীর মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. ইকবাল হোসেন।
কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা বাড়াবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
কমিটির সভাপতি কনিকা আক্তার বলেন, “সারা দেশে নারীরা পিছিয়ে ছিল। তবে এখন আমরা প্রমাণ করেছি, নারীরা সব কিছু করতে সক্ষম। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিতে চান।”
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী বলেন, “নাসিরনগরে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের সময় আমরা লক্ষ্য করেছি, নারীরাই বেশি আগ্রহ দেখিয়েছে। আমাদের দলের প্রধানও একজন নারী, তাই দলের নির্দেশনা অনুযায়ী নারীদের অগ্রাধিকার দেওয়াই আমাদের লক্ষ্য।”
নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন বলেন, “নারীরা আর পিছিয়ে নেই এবং তারা বিএনপির প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাবে। এটি আমাদের দেশনেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা।”
এই কলেজ কমিটিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।