কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
সীতাকুণ্ডে বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের প্রস্তুতি হিসেবে উপজেলা পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার, ২ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সীতাকুণ্ডের সকল সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা এবং এনজিও প্রতিষ্ঠান যৌথভাবে অংশগ্রহণ করে দিবস উদযাপনের কর্মসূচী গ্রহণ করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আবুল মনসুর, মুক্তিযোদ্ধা মহরম আলী, মুক্তিযোদ্ধা মোঃ ফারুক, পৌরসভা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, প্রকৌশলী আলমগীর বাদশা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, শিক্ষা অফিসার ইসমত আরা বেগম, সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রনবেশ মহাজন, পশু সম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া।
এছাড়াও বক্তব্য রাখেন সীতাকুণ্ড ডিগ্রি কলেজের আবুল হাসেম, সীতাকুণ্ড সরকারী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ আই আহসান উল্লাহ নিজামী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংবাদিক নাসির উদ্দিন অনিক, ইকবাল হোসেন রুবেল, ডাঃ কে.এম. জুবাইদুল হুদা, ফায়ার অফিসার বেলাল হোসেন, আনসার কর্মকর্তা শাহিনুর রহমান, বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মোজাদ্দেদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন, পিআইও জামিরুল ইসলাম এবং অন্যান্য শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।
সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।