বন্ধ কুড়িগ্রাম সীমান্তে ‘বর্ডার হাট’, কর্মহীন প্রায় ১০ হাজার মানুষ

প্রকাশকালঃ ০৫ জানুয়ারি ২০২৫ ০৫:০৭ অপরাহ্ণ ০ বার পঠিত
বন্ধ কুড়িগ্রাম সীমান্তে ‘বর্ডার হাট’, কর্মহীন প্রায় ১০ হাজার মানুষ

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারী সীমান্তে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যেগে পরিচালিত বর্ডার হাটের কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে দুদেশের সম্পর্ক অবনতির পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। সেইসঙ্গে বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বর্ডার হাটের ব্যবসায়ীরা।

 



জানা যায়, বন্যায় দীর্ঘ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয় বালিয়ামারী বর্ডার হাট। হাটের কার্যক্রম বৃদ্ধি করার জন্য ক্রেতা ও ভেন্ডারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি। সে অনুযায়ী পূর্বের আবেদন থেকে যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়। এক পর্যায়ে গত ৫ আগস্ট সরকার পরিবর্তন হলে ফের বন্ধ হয়ে যায় হাটটি। 
 

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় হাট চালু করার উদ্যোগ গ্রহণ করে হাট ব্যবস্থাপনা কমিটি। কিন্তু গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার আমির আবুল বাশার মোহাম্মদ আব্দুল লতিফ জেলা প্রশাসক বারবার হাট বন্ধের জন্য লিখিত আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে প্রশাসন বর্ডার হাট চালুর সিদ্ধান্ত থেকে সরে আসে। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বর্ডার হাট ব্যবসায়ী সমিতি আন্দোলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বারবার আলোচনায় বসলেও এখন পর্যন্ত হাটটি চালু করার কোনো সিদ্ধান্ত হয়নি।