বাবা-মার কারণেই নষ্ট হয়ে যাচ্ছে আজ কালকে ছেলে-মেয়ে

প্রকাশকালঃ ২৬ ডিসেম্বর ২০২৪ ১০:৪৫ অপরাহ্ণ ০ বার পঠিত
বাবা-মার কারণেই নষ্ট হয়ে যাচ্ছে আজ কালকে ছেলে-মেয়ে

ঢাকা প্রেস

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি:-

 

বাবা- মায়ের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকে।

​​​​বাবা-মায়ে ছোটখাটো বিষয় নিয়ে পরিবারে প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকত।

প্রতিটা সন্তানের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে বাবা-মার অসচেতনতার জন্য । 

যখন মা–বাবার মধ্যে শ্রদ্ধা ও বিশ্বাসের,পরিবর্তে জন্ম নেয় ঘৃণা, অসম্মান, ক্ষমতা ও অবিশ্বাস,তার পুরোটাই প্রভাব পারে বেড়ে উঠা সন্তানদের উপর।

আসুন নিজের সন্তানেদের ভবিষ্যৎ চিন্তা করে সকল মা-বাবারা একটু সচেতন হই।