প্রধানমন্ত্রী নতুন দুই রেললাইন উদ্বোধন করবেন সেপ্টেম্বরে: রেলমন্ত্রী

প্রকাশকালঃ ১১ জুন ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ ১৮০ বার পঠিত
প্রধানমন্ত্রী নতুন দুই রেললাইন উদ্বোধন করবেন সেপ্টেম্বরে: রেলমন্ত্রী

দ্মা লিংক ও ঢাকা থেকে যশোর এবং দোহাজারী থেকে কক্সবাজার দুই রেললাইন প্রকল্পের  ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বরে সম্পূর্ণভাবে রেল চলাচল করার জন্য আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার (১০ জুন) সকালে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ঢাকা-ভাঙা রেললাইনের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরো জানান, ভাঙা পর্যন্ত ইতিমধ্যে রেললাইন চালু আছে, ওই রেললাইনের সঙ্গে যুক্ত করব।


ভাঙা থেকে মাওয়া পর্যন্ত ইতিমধ্যে ট্রাইল রান করেছি। এখন মাওয়া থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত জুলাই বা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে ট্রাইল রান করার মতো উপযুক্ত করতে পারব।

মন্ত্রী আরো বলেন, আখাউড়া থেকে লাখসাম পর্যন্ত জুলাইয়ের মধ্যে উদ্বোধন করা হবে। এছাড়া আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেললাইনে রেল চলাচলের উপযোগী হবে।

এসময় উপস্থিত ছিলেন, প্রজেক্ট পরিচালক মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ, প্রজেক্ট ম্যানেজার বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ ও বিগ্রেডিয়ার জেনারেল সামিউল প্রমুখ ।