জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে আজ রোববারও পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৯টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন চলছে।
তবে কাস্টমস হাউস, এলসি স্টেশন, রপ্তানি কার্যক্রম এবং আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতামুক্ত রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, এনবিআরের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন—কেউ ভেতরে দাঁড়িয়ে, কেউ বাইরে ঘুরে বেড়াচ্ছেন বা কাগজ পেতে বসে আছেন। পুরো ভবনের ভেতরে ও বাইরে সতর্ক অবস্থানে রয়েছে বিপুল সংখ্যক বিজিবি ও পুলিশ সদস্য।
এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে সরকার আইনশৃঙ্খলা বাহিনী এনে আন্দোলন দমন করার অপচেষ্টা করছে।
ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচির পরবর্তী ধাপ ঘোষণা করা হবে।
যদি নতুন কোনো সিদ্ধান্ত না আসে, তবে আগামীকাল সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত এনবিআরের সব শাখায় কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানা গেছে।
১. এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল।
২. বর্তমান চেয়ারম্যানকে অপসারণ।
৩. রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ।
৪. প্রস্তাবিত খসড়া ও সুপারিশ আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করা।