জনসভায় বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে জনগণের কণ্ঠ রোধ করা হয়েছে এবং একটি বিভ্রান্তিকর ও অনির্বাচিত ব্যবস্থা চাপিয়ে দিয়ে মৌলিক অধিকার হরণ করা হয়েছে।
তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তাদের সবাইকে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে নেমে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সিলেটকে আলেম-ওলামা ও আধ্যাত্মিক সাধকদের পুণ্যভূমি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর স্মৃতিবিজড়িত এই ভূমি থেকেই বারবার অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠেছে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে।
তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি। বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী চেতনা গড়ে উঠেছে এবং স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকাকে মর্যাদার সঙ্গে সমুন্নত রাখাই সবার দায়িত্ব।
একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, তাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, এসব শক্তি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং জনগণকে বিভ্রান্ত করতে নতুন নতুন বক্তব্য দিচ্ছে।
এ ধরনের অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজকের লড়াই এসব বিভ্রান্তিকারী শক্তির বিরুদ্ধে এবং এই লড়াইয়ে জয়ী হতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।