শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে এ কথা বলেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান। কিছু সময় পর সুস্থ হয়ে উঠে বসে আবার বক্তব্য চালিয়ে যান। তবে আবার দাঁড়াতে গিয়ে অসুস্থবোধ করলে বসেই বক্তব্য শেষ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “দুর্নীতির মূল উৎসমূল খুঁজে বের করতে যা কিছু প্রয়োজন, তারুণ্য ও যৌবনের শক্তিকে সঙ্গে নিয়ে আমরা তা করব এবং বিজয় ছিনিয়ে আনব।”
ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, “আজ আমরা অনুকূল পরিবেশে সমাবেশ করছি। যাঁরা গত ১৫ বছরের অন্ধকার সময়ে শহিদ হয়েছেন, আহত হয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন—তাঁদের প্রতি আমরা চিরঋণী।”
আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, “আবু সাঈদরা যদি বুক পেতে না দাঁড়াতেন, হয়তো আজকের বাংলাদেশকে আমরা দেখতে পেতাম না।”
সমাবেশে অংশ নিতে এসে তিনজন নেতাকর্মীর মৃত্যুর কথা উল্লেখ করে তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীরা স্লোগানে মুখর হয়ে ওঠেন। এ সময় জামায়াত আমিরকে হাসিমুখে সাড়া দিতে দেখা যায়।