চট্টগ্রামে হাসপাতাল গেট এলাকার ফুটওভারব্রিজ মরণফাঁদে পরিণত!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৫ ০৩:৫৪ অপরাহ্ণ   |   ১৩২ বার পঠিত
চট্টগ্রামে হাসপাতাল গেট এলাকার ফুটওভারব্রিজ মরণফাঁদে পরিণত!

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-


 


 

চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহরের ৩৯ নম্বর ওয়ার্ডের নেভি হাসপাতাল গেট এলাকায় অবস্থিত ফুটওভারব্রিজটি বর্তমানে সাধারণ মানুষের চলাচলের জন্য এক বিপজ্জনক ফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টি ও উন্নয়নকাজের কারণে ব্রিজটির সংযোগপথ নষ্ট হয়ে যাওয়ার পর তা আর মেরামত করা হয়নি। ফলে ফুটপাতের সঙ্গে ব্রিজটির কোনো সংযোগ না থাকায় এটি ব্যবহার করতে গিয়ে পথচারীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
 

প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ পথচারী এবং স্থানীয় জনসাধারণকে এই ফুটওভারব্রিজ ব্যবহার করতে হয়। তবে সংযোগ না থাকায় নামার সময় অনেকেই পড়ে যাচ্ছেন, আহত হচ্ছেন—প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
 

ব্রিজটির আশপাশে রয়েছে একটি উচ্চবিদ্যালয়, মাদ্রাসা, নাবিক কলোনি, মাতৃসদন ক্লিনিক, একটি বড় জামে মসজিদ ও দুটি কবরস্থানসহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের লোকজন প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হচ্ছেন। কিন্তু ব্রিজের করুণ অবস্থার কারণে তাঁদের জীবন প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছে।
 

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে কর্ণফুলী নদীর জোয়ারের কারণে হাসপাতাল গেটের পূর্ব পাশের সড়ক হাঁটু পানি ডুবে থাকে, ফলে মাজারবাড়ি, বন্দরটিলা ও সিমেন্ট ক্রসিং মোড় এলাকায় চলাচলেও সৃষ্টি হচ্ছে মারাত্মক বিঘ্ন।
 

এই অবস্থায়, দ্রুত ফুটওভারব্রিজটি সংস্কার এবং সংযোগপথ মেরামতের মাধ্যমে এলাকাবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।


ভুক্তভোগীদের পক্ষে
মুহাম্মদ বাবুল হোসেন বাবলা
সাংবাদিক
দক্ষিণ হালিশহর, ইপিজেড, চট্টগ্রাম