বিজিবির বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৫ ০১:৩৪ অপরাহ্ণ   |   ৪৬৪ বার পঠিত
বিজিবির বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার

ঢাকা প্রেস,পঞ্চগড় প্রতিনিধি:-

 

পঞ্চগড় সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথর উদ্ধার করেছে। অভিযানে ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশের সহায়তায় নুরুজ্জামান এসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
 


মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে বিজিবির ১৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে সীমান্ত এলাকার ডোকরোপাড়া থেকে কষ্টিপাথরটি উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২২ থেকে সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান পরিচালিত হয়।
 

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, যৌথ টাস্কফোর্সের মাধ্যমে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সাড়ে ২৪ কেজি ওজনের একটি বস্তাবন্দি কষ্টিপাথর উদ্ধার করা হয়েছে এবং আটককৃত নুরুজ্জামান পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের বাসিন্দা।
 

বিজিবির উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা কষ্টিপাথরসহ একজনকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’