নাটোরের বড়াইগ্রামে কৃষি অফিসারের কাছে ঘুষ চাওয়া ও মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ মার্চ ২০২৫ ০৮:৩৫ অপরাহ্ণ   |   ২৬৬ বার পঠিত
নাটোরের বড়াইগ্রামে কৃষি অফিসারের কাছে ঘুষ চাওয়া ও মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি:-

 

নাটোরেরর বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি এবং ঘুষ না পেয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে আনন্দ টিভির সাংবাদিক জাহিদ আলীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের কৃষাণ-কৃষানীর ব্যানারে এই মানববন্ধন ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৯ মার্চ বিকেলে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির সাংবাদিক জাহিদ আলী উপজেলা কৃষি কর্মকর্তার কাছে ফোন করে ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেন। 

 

এসময় সাংবাদিক জাহিদ আলী আনন্দ টিভির হেড অফিসের কর্মকর্তাদের বরাত দিয়ে বলে টাকা না দিলে প্রায় দুই বছর আগের একটি ভিডিও নিয়ে রিপোর্ট করে দেবে। টাকা না দেওয়ায় পরবর্তীতে জাহিদ আলী প্রায় দুই বছর আগের একটি সামাজিক অনুষ্ঠানের ভিডিও নিয়ে কৃষি অফিসার শারমিন সুলতানার বিরুদ্ধে গত ২১ মার্চ আনন্দ টিভিতে মিথ্যা ও মনগড়া সংবাদ পরিবেশন করে। কৃষি অফিসারসহ অন্যান্যদের কোক খাওয়ার ভিডিওকে মদ বলে মনগড়া তথ্য উপস্থাপন করে। 

 

৫০ হাজার টাকা ঘুষ দাবীর অডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দাবীকৃত চাঁদা না পেয়ে এসমন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, একজন কৃষি অফিসারের সম্মানহানীর জন্য সাংবাদিক জাহিদ আলীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাই প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে অপরাধিকে আইনের আওতায় আনার দাবী জানান তারা ।