চার মাস চিকিৎসা শেষে কাতার আমিরের দেওয়া বিশেষ ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ করে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ১০টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ—ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।
বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন ডা. জোবাইদা রহমান। তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের একটি বিশেষ দল নিয়োজিত থাকবে। তবে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান নির্দেশ দিয়েছেন, নিরাপত্তার অজুহাতে যেন আশপাশের বাসিন্দারা যেন হয়রানির শিকার না হন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলশানে খালেদা জিয়ার ভাড়া বাসা ‘ফিরোজা’ এবং ধানমন্ডিতে জোবাইদা রহমানের বাবার বাসা ‘মাহবুব ভবন’ প্রস্তুত করা হয়েছে। উভয় বাসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান। সেখানে ২৪ জানুয়ারি পর্যন্ত ‘দ্য ক্লিনিক’ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৫ জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়। ৭৯ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন।