ঢাকা প্রেস,গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরের টঙ্গীর উত্তর-পূর্ব অঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রক কামু বাহিনীর প্রধান কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার ভোর ৪টার দিকে গাজীপুরের বাঘের বাজার এলাকার সাবাহ গার্ডেন নামক একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কামরুল ইসলাম কামু টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি টঙ্গীর এরশাদ নগর এলাকার ৪নং ব্লকের তমিজ উদ্দিনের ছেলে।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফরিদুল ইসলাম সোমবার দুপুরে তার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কামরুল ইসলাম কামু গাজীপুরের টঙ্গীতে ফিরে আসেন। এরপর তিনি ২৪টি মামলার সাজাপ্রাপ্ত আসামী হিসেবে টঙ্গীর উত্তর-পূর্বাঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রণ নেন এবং নিজের নামেই গড়ে তোলেন সন্ত্রাসী 'কামু বাহিনী'। এলাকাবাসীর কাছে কামু ছিল এক মূর্তিমান আতঙ্ক।
তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মোট ২৪টি মামলা রয়েছে, যার মধ্যে অবৈধ অস্ত্র বেচাকেনা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, হত্যা, চাঁদাবাজি এবং সরকারি সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে।
কামু বাহিনীর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী এরশাদ নগরে এলাকাবাসী মিছিল করে এবং কামুর গ্রেফতারের পর মিষ্টি বিতরণ করেন।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. আকবর আলী মুন্সি জানান, কামু বাহিনীর প্রধান কামুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হবে।