গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনকে জামিন দিয়েছেন আদালত।
ঢাকা প্রেস: ২০২৪ সালের ২রা মে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিল থেকে ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ মামলায় ড. মুহাম্মদ ইউনূস সহ মোট ১৪ জন আসামির জামিন মঞ্জুর করেছেন।
বিচারক শুনানি শেষে জামিন আদেশ দেন। ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জামিন মঞ্জুরির বিষয়টি নিশ্চিত করেছেন।