রাজধানীর উত্তরা এলাকা থেকে ২৮৫ কেজি গাঁজাসহ মোছা. রুবি আক্তার নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযানটি পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে বাটা শোরুমের সামনে বিপুল পরিমাণ গাঁজাসহ কয়েকজন মাদক কারবারি মাদক বিক্রির উদ্দেশ্যে গাড়িসহ অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে ডিবির তিনটি দল দ্রুত সেখানে অবস্থান নেয়।
রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, রুবি আক্তার নামে এক নারী একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসের পাশে কালো ট্রাভেল ব্যাগ ও প্লাস্টিকের বস্তা হাতে দাঁড়িয়ে আছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িদুটি দ্রুত সরে যায়। এসময় রুবি আক্তার পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়, তবে তার স্বামী হারুন সরকারসহ আরও দুই-তিনজন সহযোগী পালিয়ে যায়।
তল্লাশিতে রুবির হাতে থাকা ট্রাভেল ব্যাগ ও পাশের বস্তা থেকে ১৩২টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন ২৮৫ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭১ লাখ ২৫ হাজার টাকা।
ডিবি সূত্রে জানা গেছে, রুবি আক্তার একজন পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি ও তার স্বামী হারুন সরকার দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে মাদক এনে রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তারকৃত রুবি আক্তারের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।