মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সোমবার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে। “প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন চর রাজিবপুর বিএম এন্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন ফ্রেন্ডশিপ ক্লাইমেট অ্যাকশন সেক্টরের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আবু সাঈদ, জনাব আনোয়ার হোসেন এবং অন্যান্য কর্মী। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এক শতাধিক স্বেচ্ছাসেবকও অনুষ্ঠানে অংশ নেন। সভাপতিত্ব করেন রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস।
আলোচনা সভায় চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস বলেন, “সমাজে যে কোনো ছোট-বড় অবদানই গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডশিপের স্বেচ্ছাসেবকরা নিয়মিত মানবিক সেবামূলক কাজ করছে, যা সত্যিই প্রশংসনীয়। তারা বন্যা, শীত কিংবা অন্যান্য দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে সমাজকে আরও মানবিক করছে। বিশেষ করে নারী স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক। সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। তাই মেয়েদের আরও এগিয়ে আসতে হবে এই ধরনের সামাজিক কার্যক্রমে।”
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন, “ফ্রেন্ডশিপের স্বেচ্ছাসেবকরা দুর্যোগকালে দ্রুত সাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়।”
অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল বলেন, “শুধু দুর্যোগের সময় নয়, বরং সারাবছরই তারা এলাকায় সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু ও নারীর সুরক্ষা, নিরাপদ পানির প্রচারসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় থাকে। আমাদের লক্ষ্য হলো যুবসমাজকে ইতিবাচক কাজে যুক্ত করা, যাতে তারা নিজেদের সমাজকে এগিয়ে নিতে পারে।”