ফের পেছালো চিলমারী হরিপুর তিস্তা সেতুর উদ্বোধন 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৫ ০১:৫০ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
ফের পেছালো চিলমারী হরিপুর তিস্তা সেতুর উদ্বোধন 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 



 

ফের পেছালো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচ পীরবাজার-কুড়িগ্রামের চিলমারী উপজেলার সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর ওপর ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ তিস্তা পিসিগার্ডার সেতুর উদ্বোধন। আগামী ২ আগস্ট সেতুটি উদ্বোধনের দিনক্ষণ ঠিক করে চিঠি দিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। 
 

গত ১৩ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ শামীম বেপারী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছিলেন। সেই দিনক্ষণ আবার পরিবর্তন করে আগামী ২৫ আগস্ট সেতুটি উদ্বোধনের সময় নির্ধারণ করা হয়েছে। উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। কি কারণে দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে তা জানা যায়নি। 
 

এর আগে গত ৪ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবমো. রেজাউল মাকছুদ জাহেদী সেতু পরিদর্শনে এসে বলেছিলেন জুলাই মাসের শেষের দিকে সেতুটির উদ্বোধন করা হবে। সচিব মহোদয়ের সেই কথা রক্ষা করতে পারেনি। এভাবে বার বার সেতু উদ্বোধনের দিনক্ষণ পরিবর্তন হওয়ায় জনমনে নানাবিধ ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
 

উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোজাহারুল ইসলাম বলেন, এভাবে বার বার সেতু উদ্বোধনের তারিখ পেছানোটা ভাল লক্ষন মনে হচ্ছেনা। দেশের এই পেক্ষপট আগামী ২৫ আগষ্ট সেতুটি উদ্বোধন হবে কিনা, তার কোন গেরান্টি নেই। বিষয়টিনিয়ে দুই জেলাবাসিরমাঝেব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। চরবাসি অনেকে বলছেন, একজন সচিব তাঁর কথা তিনি রক্ষা করতে পারলেন না। তাহলে মানুষ কোথায় গিয়ে আস্থ পাবে।
 

উপজেলার পাঁচপীর বাজারস্থ বেসরকারি উন্নয়নসংস্থা এস এ এসএর নিবার্হী পরিচালক এ বি এমনূরুল আকতার মঞ্জু বলেন, দীর্ঘ ১১ বছর ধরে সেতুটি নির্মাণ কাজ চলছে। এর আগে চার বার সেতুটি উদ্বোধনের কথা ছিল। কিন্তু কি কারনে পিছে যাচ্ছে, জানা যায়নি। এটি নিয়ে এলাকা বাসির মাঝে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছ। দুই জেলা বাসির দাবির প্রেক্ষিতে সেতুটির উদ্বোধন অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।
 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার- কুড়িগ্রামের চিলমারি উপজেলা সদরের সঙ্গে সংযোগ কারি সড়কে তিস্তা নদীর উপর ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ পিসিগার্ডার সেতু নির্মাণ করছেন চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান। সেতুটি নির্মাণে অর্থ প্রদান করছেন সৌদি ডেভেলোপম্যান্টফান্ড। এতে ব্যয় হবে ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা।
 

২০১৪ সালের ২৫ জানুয়ারি গাইবান্ধার সার্কিট হাউজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হরিপুর-চিলমারি তিস্তা সেতুর ভিত্তি উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী। ২০১৮ সালের পর ২০২১ এবং সর্বশেষ ২০২৪ সালে সংযোগ সড়ক সহ সেতু নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল।
 

তিস্তা সেতু বাস্তবায়ন আন্দোলনের নেতা প্রবীণ অবসর প্রাপ্ত শিক্ষক আ.ব.মশরিওতুল্লাহ মাষ্টারের দাবি ২০২৪ সালে সেতু নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথাছিল। তিনি বলেন, ২০০০ সাল থেকে তিস্তা সেতু বাস্তবায়ন আন্দোলন শুরু করা হয়। ২০১২ সালে এসে তিস্তা সেতু নির্মাণ আলোর মুখ দেখতে শুরু করে। এরপর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল ইসলাম প্রামানিকের সার্বিক সহযোগিতায় ২০১৪ সালে সেতু নির্মাণ কাজের সুচনা হয়। দ্বিতীয় বারের মত ২০২০ সালের ৬ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর- চিলমারি উপজেলা সদরের সঙ্গে সংযোগকারি সড়কে তিস্তা নদীর উপর ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ পিসিগার্ডার সেতুনির্মাণ (দ্বিতীয় সংশোধীত) প্রকল্প অনুমোদন দেয়।