লক্ষ্মীপুরে জামায়াতের আমিরসহ ৩৭ জন বেকসুর খালাস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ জানুয়ারি ২০২৫ ০৭:৪৫ অপরাহ্ণ   |   ৪০১ বার পঠিত
লক্ষ্মীপুরে জামায়াতের আমিরসহ ৩৭ জন বেকসুর খালাস

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়াসহ ৩৭ জনকে পেট্রোল বোমা হামলার মামলায় বেকসুর খালাস দিয়েছে আদালত।
 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা জজ আদালত-১ এর বিচারক ফারজানা আক্তার এই রায় ঘোষণা করেন।
 

সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক ও আসামিপক্ষের আইনজীবী মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আইনজীবী মহসিন কবির মুরাদ জানান, ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদরের নতুন মহিলা কলেজের সামনে সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে সদর থানার উপপরিদর্শক (এসআই) মিঠন মহাজন একটি মামলা দায়ের করেন। মামলায় জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়াসহ ৪ জনের নাম উল্লেখ করে ২৪ জনকে আসামি করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ ৩৭ জনের বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দাখিল করে।
 

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায়ে জানান, অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে আদালত ৩৭ আসামিকে বেকসুর খালাস দেন।

 

আইনজীবী মুরাদ আরও জানান, মামলার আসামিরা প্রত্যেক শুনানিতে আদালতে উপস্থিত থাকলেও সাক্ষীরা নিয়মিত সাক্ষ্য দিতে আসেননি। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাদের ধরে নিয়ে আসে। সাক্ষ্য দেওয়ার সময় তারা বলেন, অভিযুক্তদের কেউই তাদের পরিচিত নয় এবং মামলার ঘটনার বিষয়ে তারা কিছুই জানেন না। বাদীসহ ১১ জন সাক্ষীও আদালতে স্বীকার করেন, তারা ঘটনার কিছুই দেখেননি বা জানেন না।


জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া বলেন, "মামলার গ্লানি আমাদের ১০ বছর ধরে বহন করতে হয়েছে। অনেকেই জেলে কষ্ট সহ্য করেছেন। বিগত সরকারের সময় আইন ও আদালত তাদের অনুকূলে ছিল। তবে আজকের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ।"

 

এই রায়ের মাধ্যমে মামলার দীর্ঘ আইনি জটিলতার অবসান হলো এবং অভিযুক্তরা মুক্তি পেলেন।