ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার,পটুয়াখালী:-
পটুয়াখালীর বাউফলে অপহরণের ৫০ ঘণ্টা পর ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিক (৭২)কে জীবিত উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) রাতে উপজেলার কচুয়া গ্রাম থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেন।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। শিবু বনিককে উদ্ধার করার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার ফিরে আসার খবরে পরিবারসহ স্থানীয় জনমনে স্বস্তি ফিরেছে। তবে এ বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তার তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত শুক্রবার (৩ জানুয়ারি) রাতে পটুয়াখালীর কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ‘কানু প্রিয় ভান্ডারে’ টাকা-পয়সার হিসাব করছিলেন শিবানন্দ রায় বনিক। তার সঙ্গে কর্মচারী শংকর ও তাপসও উপস্থিত ছিলেন। রাত আনুমানিক সোয়া ১০টার দিকে ৭-৮ জনের একদল ডাকাত সেখানে হানা দেয়। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং শংকর ও তাপসের হাত-পা বেঁধে ফেলে। ডাকাতরা দোকান থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা লুট করে এবং শিবানন্দ রায় বনিককে অপহরণ করে। তারা তাকে নৌকায় তুলে আলগী নদী হয়ে তেঁতুলিয়া নদীর দিকে পালিয়ে যায়। অবশেষে রোববার কচুয়া গ্রাম থেকে পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হয়।