নাটোরের লালপুরে জমি আইল কাটা নিয়ে দুইজনকে কুপিয়ে জখম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ   |   ২১৯ বার পঠিত
নাটোরের লালপুরে জমি আইল কাটা নিয়ে দুইজনকে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি:-


নাটোরের লালপুরে জমির আইল কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে দুইজনকে কুপিয়েছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার বিকাল ৬ টার দিকে উপজেলার পালিদাহ গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার মাঈন উদ্দিনের ছেলে সানা উল্লাহ (৫৫), এসকেন্দার প্রামাণিকের ছেলে আব্দুল কাদের রানা (৪৫)।


স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার জাকির হোসেন জমির আইল কাটছিল। এসময় আব্দুল কাদের রানা বাঁধা দেয়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রানা ও সানা উল্লাহকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।