বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তাঁরা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন। এসময় বক্তারা ‘দেশ অচল করে দেওয়ার’ হুঁশিয়ারিও উচ্চারণ করেন।
বক্তারা বলেন, “গোয়েন্দা পুলিশের হাতে পিয়াসকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে সারাদেশে সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ থাকবে। আজকের মধ্যে তাকে মুক্তি দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৩টার দিকে রাজধানীর মিরপুর-১ এলাকার বাসা থেকে আবু সাঈদ পিয়াসকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)—এমন অভিযোগ করেছেন তাঁর স্ত্রী সুমাইয়া চৌধুরী। তিনি জানান, পিয়াসকে তুলে নেওয়ার সময় ডিবির সদস্যরা তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করেন।
পরিবারের দাবি, তাঁরা এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এখনো কোনো সাড়া পাননি।