কক্সবাজারে জেটস্কি দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ অক্টোবর ২০২৪ ০৫:৫১ অপরাহ্ণ   |   ৪৬৮ বার পঠিত
কক্সবাজারে জেটস্কি দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


সোমবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। জেটস্কি চালনা করার সময় তিনি সাগরে পড়ে যান এবং উদ্ধারের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

‘সি সেইভ লাইফ গার্ড’-এর কর্মী সাইফুল্লাহ সিফাত এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানান তিনি।