হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

প্রকাশকালঃ ১৪ ডিসেম্বর ২০২৪ ০৪:৪১ অপরাহ্ণ ০ বার পঠিত
হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ঢাকা প্রেস
মো: ইপাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-



হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কের পৃথক ৪টি স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার এবং নারী শিশু সহ ২০ জন আহত হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের চলিতাতলা এলাকায় ও মহাসড়কের বাগানবাড়ি এলাকায়।
 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬ টার দিকে একটি কাভার্ড ভ্যান ঢাকার দিকে যাচ্ছিলো, এসময় সিলেট গ্রামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
 

এসময় কাভার্ড ভ্যানের চালক-হেলপার ও বাস চালক সহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। তার একটু পর-ই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানেও চালক ও হেলপার আহত হয়েছেন। এদিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বাগানবাড়ি ও ফায়ার সার্ভিসের সামনে পৃথক দুটি স্থানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালক ও হেলপারসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
 

এসময় বাস ও ট্রাকে আটকা পড়া চালক ও হেলপারকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে। এ অবস্থায় ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৫ ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকার পর সকাল ১১ টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ গাড়িগুলো রাস্তা থেকে সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
 

এ বিষয়ে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হাসান, দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো আমাদের হেফাজতে রয়েছে, কোথাও কেউ মারা যায়নি।
 

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, মহাসড়কের বাগানবাড়ি, ফায়ার সার্ভিসের সামনে এবং চলিতাতলা সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কারণে মহাসড়কে চলাচল বন্ধ হয়ে যায়।পরে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় গাড়িগুলো সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।