পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ জানুয়ারি ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ   |   ৩৯৪ বার পঠিত
পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেছেন। সোমবার (৮ জানুয়ারি, ২০২৪) তার পদত্যাগপত্রটি গ্রহণ করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বোর্ন পদত্যাগের কারণ স্পষ্ট না হলেও, এটি ম্যাক্রোঁর রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ানো এবং সরকারের ভাবমূর্তি পুনরুজ্জীবিত করার জন্য এই রদবদল বলে মনে করা হচ্ছে।

বোর্ন ছিলেন ফ্রান্সের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। তিনি ২০২২ সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী কে হবেন তা এখনও স্থির হয়নি। তবে ৩৭ বছর বয়সি দেশের শিক্ষামন্ত্রী গাবরিয়ে অটলের নাম শীর্ষ রয়েছে। তিনি হলে ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হবেন।