ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, ভারতীয় মিডিয়া জড়িত: প্রেস সচিব

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৩৪ অপরাহ্ণ   |   ৮৮ বার পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, ভারতীয় মিডিয়া জড়িত: প্রেস সচিব

ঢাকা প্রেস নিউজ

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, এমনটাই দাবি করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, এই অপপ্রচারের সঙ্গে ভারতীয় মিডিয়াও যুক্ত রয়েছে, যারা বিশ্বব্যাপী প্রচার করতে চাচ্ছে যে বাংলাদেশে যা ঘটেছে তা কোনো গণ-অভ্যুত্থান নয়, বরং একটি বৃহৎ চক্রান্ত। শনিবার, রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘দ্রোহের গ্রাফিতি: ২৪-এর গণ-অভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
 

শফিকুল আলম বলেন, ‘যারা মনে করেন বিপ্লবটা ছিল জুলাই-আগস্টের ২১ দিন, তারা ভুল করছেন। এই লড়াই ১৫ বছর ধরে চলছে এবং আরও ১৫ বছর সংগ্রাম করতে হবে। আমরা থেমে যাব, কিন্তু তারা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে, এবং তা যেন না হয়, তা আমাদের নিশ্চিত করতে হবে।’
 

এদিনের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক জি এম রাজীব হোসেনের বইটি প্রকাশিত হয়। শফিকুল আলম আরও বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে এবং অধ্যাপক ইউনূসকে ‘জঙ্গি নেতা’ হিসেবে উপস্থাপন করতে কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে।
 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এবং তাদের পতিত স্বৈরাচারী গোষ্ঠী বাংলাদেশের ন্যারেটিভকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। তারা বলছে, তিন হাজার পুলিশ মারা গেছে, এবং তাদের ওয়েবসাইটে অধ্যাপক ইউনূসকে জঙ্গিদের নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। এটা একেবারে পরিকল্পিত অপপ্রচার, এবং এতে ভারতীয় মিডিয়াও জড়িত।’
 

শফিকুল আলম আরও উল্লেখ করেন, ‘শেখ হাসিনার অলিগার্কেরা মিলিয়ন ডলার খরচ করছে, যেন পৃথিবীকে বোঝানো যায়, বাংলাদেশে যা ঘটেছে তা আসলে গণ-অভ্যুত্থান নয়, বরং একটি বড় চক্রান্ত।’ তিনি আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনকালে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ নিয়ে গবেষণা এবং লেখা প্রকাশের অভাবের কথাও তুলে ধরেন। এছাড়া তিনি আফতাব আহমেদের মৃত্যুর প্রতি ইঙ্গিত করে বলেন, "তিনি রহস্যজনকভাবে মারা গেছেন এবং তার মৃত্যুতে কোনো তদন্ত হয়নি।"
 

শফিকুল আলম বলেন, ‘আমাদের কাজ হচ্ছে ১৫ বছরের ভয়াবহতাকে তুলে ধরা। আমরা প্রতিটি ক্যাম্পাসে সেমিনার করব এবং দেয়ালে দেয়ালে লিখে রাখব সেই অন্যায়-অবিচারের কথা, যাতে বাংলাদেশের পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা আবার ফিরতে না পারে।’