ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবি বিভাগের ২০২৫-২৬ সেশনের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।
বুধবার(২২ জানুঃ ২৫) বাদ আছর পলাশবাড়ী কালীবাড়ি বাজার হাট মসজিদের দ্বিতীয় তলায় ১টি পৌরসভা ও ৮ ইউনিয়নের পেশাজীবি বিভাগের দ্বায়িত্বশীলদের এক সভায় এই কমিটি গঠিত হয়।
কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল উদ্দিন সরকার, সেক্রেটারী নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান , সহ-সভাপতি শিক্ষক মামুন-অর-রশিদ মামুন, বায়তুল মাল সম্পাদক সাংবাদিক মোঃ ফেরদাউছ মিয়া,প্রচার সম্পাদক ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম। এছাড়াও এই কমিটিতে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের দ্বায়িত্বশীলগণ পদাধিকার বলে সদস্য সহ ৩১ সদস্য বিশিষ্ট পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবি বিভাগের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি ভারপ্রাপ্ত অধক্ষ মাওঃ বেলাল উদ্দিন সরকারের সভাপিতিত্বে পেশাজীবি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি শিক্ষক ফেডেরেশন সভাপতি ও সাবেক ভাইচ চেয়ারম্যান মাষ্টার আবু তালেব সরকার ও পৌর জামায়াতের আমীর মাওঃ ইয়াহিয়া সরকার। সভা শেষে প্রধান অতিথি ২০২৫-২৬ সেশনের জন্য পলাশবাড়ী উপজেলা পেশাজীবি বিভাগের এই কমিটি ঘোষণা করেন।