থার্টিফার্স্টে চালু হচ্ছে মেট্রোর কারওয়ান বাজার-শাহবাগ স্টেশন

প্রকাশকালঃ ২৮ ডিসেম্বর ২০২৩ ০৪:৪৬ অপরাহ্ণ ১৬২ বার পঠিত
থার্টিফার্স্টে চালু হচ্ছে মেট্রোর কারওয়ান বাজার-শাহবাগ স্টেশন

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হতে যাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। ওইদিন থেকে এ দুটি স্টেশনে মেট্রো থামবে এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হলে উত্তরা-মতিঝিল রুটের সব স্টেশনেই থামবে আধুনিক নগর ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ এই মেট্রোরেল।

এখন সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

মেট্রোরেল: নিরাপদ ও স্বস্তির বাহনের এক বছরমেট্রোরেল: নিরাপদ ও স্বস্তির বাহনের এক বছর
গত ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হয় মেট্রোরেলের। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রায় এক বছর পর গত ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ।
তবে প্রস্তুত না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ কয়েকটি স্টেশন চালু হতে সময় লাগে। গত ১৩ ডিসেম্বর চালু হয় টিএসসি বিজয় সরণি স্টেশন।