পুলিশ জানায়, জয়নাল আবেদীনের বাড়ি কড়াইল বস্তিতে। তিনি পেশায় ব্যবসায়ী। গত বৃহস্পতিবার রাতে মদ্যপানের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শুক্রবার তার স্ত্রী গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার সকালে লেকে লাশ ভাসতে দেখে একজন প্রত্যক্ষদর্শী জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্বজনরা লাশ শনাক্ত করেন।
এসআই হারুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।