লালমাটিয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জানুয়ারি ২০২৪ ০৬:৫১ অপরাহ্ণ   |   ৩২৫ বার পঠিত
লালমাটিয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক

রাজধানীর লালমাটিয়ায় আজ বুধবার সকালে গৃহবধূ তামান্না ইসলামকে (৩৪) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ওই ঘটনায় জড়িত অভিযোগে তামান্নার স্বামী হেলাল উদ্দিনকে আটক করেছে। পুলিশ বলেছে, হেলাল আবাসন নির্মাণ ব্যবসায়ী। তিনি স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করেছেন।

পারিবারিক সূত্র জানায়, তামান্না সপরিবার লালমাটিয়া বি ব্লকে তাঁর বাবার বাসায় থাকতেন। তাঁর স্বামী হেলালউদ্দিন তাঁদের সঙ্গে থাকতেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা তামান্নাকে ওই বাসা থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।