কুড়িগ্রামে সংখ্যালঘুদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশকালঃ ১০ আগu ২০২৪ ১০:২০ অপরাহ্ণ ৩৮২ বার পঠিত
কুড়িগ্রামে সংখ্যালঘুদের বিক্ষোভ সমাবেশ

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

সারাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠানসহ মন্দিরে হামলা এবং প্রতিমা ভাংচুরের প্রতিবাদে ও সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

 

শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে কুড়িগ্রাম জেলার সচেতন হিন্দু সমাজের ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।

 

শুরুতে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার এলাকায় মিলিত হয়ে সমাবেশ করেন। 

 

সংখ্যালঘুদের নিপীড়ন ও লুট বন্ধে বরিশালে সমাবেশসংখ্যালঘুদের নিপীড়ন ও লুট বন্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।

 

এ সময় হিন্দু ধর্মাবলম্বী নেতারা তাদের ধর্মের মানুষজনের উপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে অবিলম্বে সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন বন্ধ করার দাবি জানান।