বগুড়ার ধুনটে সংখ্যালঘু পরিবারের এক সদস্যকে বাড়ি থেকে ডেকেনিয়ে বাজারে প্রকাশ্যে পিটালো যুবদল নেতা মিঠু।

প্রকাশকালঃ ১৫ অক্টোবর ২০২৪ ০৭:৫১ অপরাহ্ণ ৮৩৯ বার পঠিত
বগুড়ার ধুনটে সংখ্যালঘু পরিবারের এক সদস্যকে বাড়ি থেকে ডেকেনিয়ে বাজারে প্রকাশ্যে পিটালো যুবদল নেতা মিঠু।

ঢাকা প্রেস
মোঃ নাজমুল হাসান,বিশেষ প্রতিনিধি:-


বগুড়া ধুনট উপজেলা এলাঙ্গী ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে মৃতুঞ্জয় নামে এক হিন্দু ব্যক্তির উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

ঘটনাটি ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে এলাঙ্গী বাজারে ঘটেছে। হামলার ঘটনায় আহত মৃতুঞ্জয়ের স্ত্রী শ্রীমতি শেফালী বাদী হয়ে ৩ জনকে আসামী করে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে আজ সকালে বিবাদী (১) মোঃ মিঠু(৪৫) পিতা - মৃত ভোলা সাং ফকির পাড়া,(২) মোঃ উজ্জ্বল হোসেন(৪২) পিতা সোলাইমান আলী, সাং নলডাঙা,(৩) মোঃ জিয়ানুর(৪৪) সাং থেউকান্দী সকলে মিলে মৃতুঞ্জয়ের উপর অতর্কিত হামলা করে। এ বিষয়ে বাদী আহত মৃতুঞ্জয়ের স্ত্রী শীমতি শেফালী বলেন,আমার স্বামীর উপর অতর্কিত হামলা করলে আমার স্বামী বাধা দিলে তারা আমার স্বামীকে জোর করে টেনে হেছড়ে মার্কেটের ভিতর নিয়ে গেট লাগিয়ে হাতে থাকা বাটাম দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে।আমি এগিয়ে গিয়ে গেট খুলতে ও মারতে নিষেধ করি।এ সময় আমার চিৎকার চেচামেচি শুনে স্বাক্ষী (১) মোঃ গোলজার হোসেন(৫৫) (২) ওহাব মিয়া(৪৫) তারা এগিয়ে আসলে আমার স্বামীকে বিবাদীগণের কবল থেকে উদ্ধার করি।ঐ সময় বিবাদীগণ আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে স্বাক্ষীগণের সহায়তায় আমার স্বামীকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার স্বামীর অবস্থা আশংকাজনক দেখে হাসপাতালে ভর্তি করেন।এ বিষয়ে আমার আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেছি।তিনি আরো বলেন এই ঘটনা তদন্ত করে সঠিক বিচার দাবী করছি।এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল আলম বলেন,এ বিষয়ে একটি সাধারন অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচার করা হবে।