সাংবাদিক আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ০৩:২৮ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
সাংবাদিক আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ

ঢাকা: সাংবাদিক আনিস আলমগীরসহ আরও তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগটি এখনও মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। অভিযোগে নাম থাকছে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ
 

রোববার (১৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি করেন।
 

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযোগ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগটি মূলত সাইবার–সংক্রান্ত, যেখানে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি যাচাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আপাতত এটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।
 

উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছেন।