আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
‘আমার চোখে জুলাই বিপ্লব' তারুণ্যের গণঅভ্যুত্থান পালন উপলক্ষে কুড়িগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
স্হানীয় সরকার বিভাগ কুড়িগ্রাম জেলা পরিষদের বাস্তবায়নে সোমবার( ২৮ জুলাই) দুপুরে জেলা কালেক্ট রেট কার্যালয় থেকে ডেপুটি কমিশনারের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থীর সম্পৃক্ততায় শহর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন কুড়িগ্রাম ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের উপপরিচালক হাবিবুর রহমান, ইসলামি ফাউন্ডেশন এর উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়োকোবাদ, কুড়িগ্রাম জেলা জামায়েত আমীর . নিজাম উদ্দীন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সহ সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।