ঢাকা প্রেস-
৬ দলের অংশগ্রহণের শুক্রবার (৪ অক্টোবর) থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। ১০ ওভারের এই টুর্নামেন্টটি চলবে ৪-১৪ অক্টোবর পর্যন্ত।
সাকিবদের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় আজ রাত ৯টায় নিউইয়র্ক লায়নসের বিপক্ষে। এই আসরে দল পেয়েছেন আরেক বাংলাদেশি তামিম ইকবালও। তিনি আছেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সে। বাংলাদেশ সময় আগামীকাল রাত ৯টায় টেক্সাস খেলবে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব-তামিমকে আবারও দেখা যাবে মুখোমুখি লড়াইয়ে।
দলে সতীর্থ হিসেবে সাকিব পাচ্ছেন, পাকিস্তানের রুম্মান রাইস, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ইংল্যান্ডের টাইমাল মিলস, আফগানিস্তানের হাশমতউল্লাহ শহিদি আর অস্ট্রেলিয়ার জো বার্নসের মতো খেলোয়াড়দের।
অন্যদিকে তামিম ইকবালের দল টেক্সাস গ্লাডিয়েটর্স মাঠে নামবে আগামীকাল রোববার (৬ অক্টোবর) রাত ৯টায়। যাদের প্রতিপক্ষ সাকিবের দল লস অ্যাঞ্জলস ওয়েভস। বিপিএলের পর এটাই তাদের একইসঙ্গে খেলা টুর্নামেন্ট। সাকিবরা তৃতীয় ম্যাচ খেলবেন ৭ অক্টোবর আটলান্টা কিংসের বিপক্ষে। ওই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।