চিলমারীতে আশ্রয়ন প্রকল্পের ঘরে গ্রেফতার- ৮ জন

প্রকাশকালঃ ০২ নভেম্বর ২০২৪ ০২:৪১ অপরাহ্ণ ৩৭৯ বার পঠিত
চিলমারীতে আশ্রয়ন প্রকল্পের ঘরে গ্রেফতার- ৮ জন

ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ


কুড়িগ্রামের চিলমারীতে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে, জুয়া খেলা সময় ৮ জন জুয়াড়ি কে গ্রেফতার করেছেন পুলিশ।

চিলমারী মডেল থানার পুলিশ জানায়, গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাতে অভিযান পরিচালনা করে, থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজলডাঙ্গঁ (উচাভিটা) এলাকায়, আইয়ুব আলীর আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে নগদ অর্থসহ ৮ জুয়াড়ি কে জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের কে গ্রেফতার করা হয়েছে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব সজিব বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার মুদাফত থানা এলাকার রেজওয়ান আলী (৪৮), বহরেরভিটা এলাকার আনিসুর রহমান (৪৫), কিসামত বানু এলাকার মোহাম্মদ আতিকুর রহমান লিটন (৩৮), তবকপুর এলাকার আব্দুর রাজ্জাক (৩৫) উচাভিটা এলাকার মোহাম্মদ নূরনবী, উলিপুর কবিরাজ পাড়া এলাকার মোহাম্মদ ফুলমিয়া (৬৬), পূর্ব বজরা এলাকার মোহাম্মদ আতিকুর রহমান (৩৬), মোঃ মোস্তাফিজুর রহমান (৪৫)। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব সজিব বলেন, ভূমিহীনদের আশ্রয়নের একটি ঘরে জুয়া খেলা অবস্থায় এবং নগদ টাকা সহ ৮ জনকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।