ঢাকা প্রেস নিউজ
মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় ১৮ হাজার আন্দোলনরত কর্মীকে পাঠানোর প্রক্রিয়া আগামী মার্চ মাসের মধ্যে শুরু করার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন।
বুধবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে প্রবাসী কল্যাণ ভবনে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই আশ্বাস দেন।
প্রবাসী কল্যাণ সচিব বলেন, “সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর। তারা যদি ১৫ দিনের মধ্যে লোক নেওয়ার সিদ্ধান্ত দেয়, তাহলে আমরা প্রস্তুত। ১৫ দিনের মধ্যেই তাদের পাঠানো হবে।”
সচিব আরও জানান, রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে নেওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নীতিমালা মেনে মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়াটি এমনভাবে পরিচালিত হবে, যাতে কর্মীদের নতুন করে অর্থ সংক্রান্ত কোনো বিড়ম্বনার মুখোমুখি না হতে হয়।
এর আগে, সকাল ৯টার পর থেকে রাজধানীর কারওয়ানবাজার মোড়ে অবস্থান নেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। তারা জানান, গত বছর কাজের সুযোগ পেয়েও নানা জটিলতায় প্রায় ১৮ হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেননি।
এই কর্মীদের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সচিব রুহুল আমিন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।