কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ আটক ২

প্রকাশকালঃ ০৩ ডিসেম্বর ২০২৪ ০১:৪০ অপরাহ্ণ ০ বার পঠিত
কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ আটক ২

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজার সদরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২টি দেশীয় তৈরি এলজি এবং ৫ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করা হয়েছে।
 

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ছনখোলা বাজার রোড থেকে সাম্পানঘাটপাড়া অভিমুখী সড়কের মুখে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় সিএনজির পেছনের সিট থেকে উদ্ধার করা হয় ২টি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড গুলি। এছাড়া সিএনজি গাড়িটিও জব্দ করেছে পুলিশ।
 

আটককৃত ব্যক্তিরা হলেন লিংকরোড় মহুরীপাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বজল কবিরের ছেলে সিএনজি চালক আব্দুর রহিম ওরফে ইলিয়াস (৩৮) এবং একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ ওসমান (৫৪)।
 

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজির পেছনের সিট থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এরপর সিএনজি চালক আব্দুর রহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মোহাম্মদ ওসমানকে লিংকরোড় এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।