যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করল চীন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৩ অপরাহ্ণ   |   ৭২ বার পঠিত
যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করল চীন

অনলাইন ডেস্ক:-

 

যুক্তরাষ্ট্রের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এবার যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে পাল্টা শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার এ সিদ্ধান্ত জানিয়েছে বেইজিং। (সূত্র: রয়টার্স)
 

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা আজ মঙ্গলবার গ্রিনিচ সময় ভোর ৫:০১ ও বাংলাদেশ সময় সকাল ১১:০১ থেকে কার্যকর হয়েছে।
 

শুল্ক কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই চীনের অর্থ মন্ত্রণালয় পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। এতে জানানো হয়, যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানিতে ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, কৃষি সরঞ্জাম ও কিছু যানবাহনে শুল্ক বসবে। এই সিদ্ধান্ত ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
 

উল্লেখ্য, কানাডা, মেক্সিকো ও চীন যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদার। গত শনিবার ট্রাম্প চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপের আদেশে স্বাক্ষর করেন। তবে মেক্সিকো ও কানাডার ক্ষেত্রে শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত রাখা হয়েছে, কারণ এ দেশ দুটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার রোধে সমঝোতায় এসেছে।