ঢাকা প্রেস,ময়মনসিংহ প্রতিনিধি:-
ময়মনসিংহে ৫৫ শহীদ পরিবারের সদস্যদের পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। গত ৩০ নভেম্বর, শনিবার সকাল ১১ টায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই অনুদানের চেক প্রদান করা হয়। শহীদ পরিবারের সদস্যরা চেক পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত ৫ আগস্ট দেশে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়, কিন্তু এই আন্দোলনের কারণে বহু ছাত্র-জনতা প্রাণ হারিয়েছেন। এখনও অনেক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ময়মনসিংহ বিভাগে এই আন্দোলনে শহীদ হন ৯৩ জন। তাদের মধ্যে ৫৫ জন শহীদ পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক প্রথম দফায় বিতরণ করা হয়। বাকি শহীদ পরিবারের সদস্যদের চেক পর্যায়ক্রমে দেওয়া হবে। আহতদের সাহায্যেও উদ্যোগ নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মুগ্ধ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক মো. মুফিদুল আলম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।