ঢাকা প্রেস
মুরাদনগর উপজেলা প্রতিনিধি:-
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমি দখল ও ধ্বংসের এক ভয়াবহ চিত্র দেখা দিয়েছে। অবৈধ ড্রেজার ব্যবহার করে একদল মাটি কারবারি চক্র স্থানীয় কৃষকদের জমি দখল করে নিচ্ছে। চাপিতলা ও বাঙ্গরা পূর্ব ইউনিয়নের কয়েকটি গ্রামে এই অবস্থা বিশেষভাবে চোখে পড়ে।
কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই অবৈধ কার্যকলাপের সাথে জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করেন। তাদের ভয়ে কৃষকরা প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে ভয় পান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চাপিতলা, দৌলতপুর, খামারগ্রাম, খাপুরায় ড্রেজার মেশিন লাগিয়ে মাইলের পর মাইল পাইপ বিছিয়ে মাটি উত্তোলনের কাজ চলছে। এতে আশপাশের জমিগুলো কূপের মতো হয়ে পড়ছে। ড্রেজার ব্যবসায়ীরা প্রথমে একটি জমিতে ড্রেজার বসিয়ে মাটি কেটে নেয়। এর ফলে আশপাশের জমিগুলো ভেঙে পড়তে শুরু করলে জমি মালিকদের কম দামে জমি বিক্রি করতে বাধ্য করা হয়।
মুরাদনগরের রেজাউল করিম ও আকতারুজ্জামান অন্তর নামে দুই কৃষক বলেন, “আওয়ামী লীগের কিছু লোকজন এই ড্রেজার ব্যবসায় জড়িত। এতে দেশের কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।”
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, মুরাদনগরে চাষাবাদযোগ্য জমির পরিমাণ ক্রমাগত কমছে। উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন জানান, তারা অভিযোগ পেলেই অভিযান চালান। তবে এই সমস্যা সমাধানে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।