যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গুলিতে নারী নিহত, বিক্ষোভে উত্তাল মিনিয়াপোলিস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৬ ০৪:৩২ অপরাহ্ণ   |   ৭৬ বার পঠিত
যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গুলিতে নারী নিহত, বিক্ষোভে উত্তাল মিনিয়াপোলিস

অনলাইন ডেস্ক


 

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে অভিবাসনবিরোধী অভিযান চালানোর সময় এক নারী নিহত হয়েছেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্টদের গুলিতে মারা যাওয়ার এই ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।
 

বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত রেনে নিকোল গুড (৩৭) গাড়ি চালিয়ে আইসিই কর্মকর্তাদের চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ক্রিস্টি নোমের দাবি, ঘটনাটি আত্মরক্ষার্থে ঘটেছে এবং ওই এজেন্টও আহত হয়েছেন।
 

তবে মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে আইসিই কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “ক্ষমতার অপব্যবহারের কারণে একজন প্রাণ হারিয়েছেন। এধরণের পরিস্থিতি শহরে নয়।” তিনি আইসিই কর্মকর্তাদের শহর থেকে বের হয়ে যেতে নির্দেশ দিয়েছেন।
 

স্থানীয় সময় বুধবার সকাল ১০:২৫ এর দিকে একটি মেরুন গাড়ি রাস্তা আটকে রাখে। ভিডিওতে দেখা যায়, গাড়িতে থাকা নারীকে গাড়ি থেকে বের হওয়ার জন্য বলা হয়। এরপর গাড়ি চালু হলে তিনটি গুলি চলে, এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নিকটবর্তী আরেকটি গাড়িতে ধাক্কা দেয়।
 

ঘটনার পরে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মিনিয়াপোলিস ছাড়াও নিউ অরলিন্স, মিয়ামি, সিয়াটল এবং নিউ ইয়র্কে আইসিইয়ের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। শহরের কয়েকটি সরকারি স্কুল নিরাপত্তার কারণে এই সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়।
 

প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, “ট্রাম্প প্রশাসন সত্য ঘটনা চাপা দিয়ে গ্যাসলাইটিং করছে।” মিনেসোটার গভর্নর টিম ওয়ালজও ট্রাম্প প্রশাসনের দাবি অস্বীকার করে বলেন, “ঘটনার সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।”
 

আইসিই অভিযানের সময় শত শত এজেন্ট মিনিয়াপোলিসে মোতায়েন করা হয়েছিল। হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, অভিযান অব্যাহত থাকবে এবং ঘটনাটি এফবিআই তদন্ত করবে।