নওগাঁর ঐতিহ্যবাহী অন্বেষা নিশান  ক্লাবে হামলা-ভাংচুর

প্রকাশকালঃ ০৩ আগu ২০২৪ ১০:২০ অপরাহ্ণ ১৪০ বার পঠিত
নওগাঁর ঐতিহ্যবাহী অন্বেষা নিশান  ক্লাবে হামলা-ভাংচুর

ঢাকা প্রেস নিউজশ

শহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁ শহরের পার- নওগাঁ মহল্লায় অবস্থিত ঐতিহ্যবাহী অন্বেষা নিশান
ক্লাবে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে।

 

গত ১ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ সময়
তারা ক্লাবটির প্রধান কাঁচের দরজা, দুইটি সিসিটিভি ক্যামেরা, বইয়ের
আলমারি ও বেশকিছু চেয়ার ভাংচুর ও আসবাপত্র লুট করে দিয়ে যায়।

এতে করে প্রায় ৬লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান
ক্লাবের দায়িত্বরতরা।

 

অন্বেষা নিশান ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল আলম বলেন,গতকাল রাত
১২টার দিকে প্রথমে ক্লাবের দুইটি সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে। যা
ভিতরের একটি সিসিটিভি ক্যামেরাতে দেখা যায়। এর পর তারা মেইন কাঁচের গেট
ইট,রডসহ দেশীয় অস্ত্র দিয়ে ভেঙ্গে ফেলে। এর পর তারা ভিতরে প্রবেশ করে
আসবাসপত্র ভাংচুর ও লুটপাত করে নিয়ে যায়।

 

ক্লাবটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানি ও
এবিএম রফিকুল ইসলাম বলেন, ৬০ বছেরর ঐতিহ্যবাহী অন্বেষা নিশান ক্লাব।
আমাদের মধ্যে কোন দন্ড নেই। আমরা নানা ধরনের সামাজিক কাজ করে থাকি। চলতি
বছরের নভেম্বর মাসের দিকে ক্লাবটির ৬০বছর পূর্তী উৎসব অনুষ্ঠিত হতে
যাচ্ছে। এর মাঝে এমন হামলা ও লুটপাট হবে তা আমরা কখনো ভাবতে পারিনি।
সন্ত্রাসী কায়দায় যারা হামলা করেছে তাদের কঠিণ শাস্তির দাবি করছি।

 

নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র ও ক্লাবটির সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার
তানজিদ সম্রাট বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি
হয়েছে। থানায়  আমরা একটি মামলা করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আমরা আশা করছি দ্রতই জড়িতদের গ্রেপ্তার করে আইন এর আওতায় নিয়ে আসা হবে।

 

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) জাহিদুল হক বলেন,
অন্বেষা নিশান  ক্লাবে হামলা-ভাংচুর এর ঘটনা ঘটেছে। থানায় একটি মামলা
হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। যারাই জড়িদ তাদের আইন এর আওতায় নিয়ে আসা
হবে।